বন্যার কারণে পশ্চিমবঙ্গে রেল যোগাযোগ ব্যাহত
বন্যা পরিস্থিতির জেরে পশ্চিমবঙ্গে রেল যোগাযোগ ব্যাহত হয়েছে। আজ বুধবারও একাধিক ট্রেন বাতিল করেছে রেল কর্তৃপক্ষ।
কারণ রেল লাইন ও জাতীয় সড়ক পানি নিচে তলিয়ে গেছে। রেল যোগাযোগ ব্যাহত হওয়ায় পাশ্ববর্তী রাজ্যগুলোর সঙ্গে পশ্চিমবঙ্গের যোগাযোগ ব্যাহত হচ্ছে।
বন্যার পানির কারণে যেসব ট্রেন আজ বুধবার বাতিল হয়েছে সেগুলো হলো- ‘১২৩৪৪ শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি দার্জিলিং মেল’, ‘১২০৪২ হাওড়া-এনজেপি শতাব্দী এক্সপ্রেস’, ‘১২৩৪৬ হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস’, ‘১২৩৭৮ শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস’ ও ‘১৩০২১ ডাউন হাওড়া-রাক্সৌল মিথিলা এক্সপ্রেস’।
শুধু ট্রেনই নয়, বন্যার কারণে পশ্চিমবঙ্গে সড়ক যোগাযোগও ব্যাহত হয়েছে। ট্রেন ও বাসে শিলিগুড়ির যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় শিয়ালদহ স্টেশনে আটকে পড়েছেন বহু মানুষ। সূত্র : কলকাতা টুয়েন্টিফোর
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন