বন্যার পানিতে ভেসে গেল ৪ শিশু
কক্সবাজার: পাহাড়ি ঢলে জেলার নিম্নাঞ্চলে বন্যার পানি বেড়েছে। কিছু কিছু উঁচু এলাকা থেকে পানি নিচু এলাকার দিকে নেমে যাচ্ছে। এতে করে নিম্নাঞ্চলের মানুষের দুর্ভোগ বেড়ে গেছে। বন্যার পানিতে ভেসে গিয়ে দুই সহোদরসহ চার শিশুর মৃত্যু হয়েছে।
রামু উপজেলার ফতেখারকুল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফরিদুল আলম জানিয়েছেন, বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে তার ইউনিয়নের কামাল হোসেনের দুই ছেলে শাহীন (১০) ও ফামিন (৮) বন্যার পানিতে ডুবে বাকখালী নদীতে ভেসে যায়। পরে তাদের লাশ উদ্ধার করা হয়।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাইনুদ্দিন জানান, উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সোনাইছড়ি গ্রামের জাফর আলমের মেয়ে ছমিরা আকতার (১৩) সকালে বন্যার পানিতে ভেসে যায়। দুপুরে রেজু খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এ ছাড়া বুধবার বন্যার পানিতে ভেসে যাওয়া উখিয়ার অমূল্য বড়ুয়ার ছেলে ইতুন বড়ুয়ার (১৪) লাশ বৃহস্পতিবার দুপুরে উখিয়ার চৌধুরীপাড়া খাল থেকে উদ্ধার করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন