বন্য হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত কাপ্তাই পুলিশ ব্যারাক ঘর
রাঙামাটির কাপ্তাই পুলিশ সার্কেল অফিসের ব্যারাকের একটি ঘর বন্য হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল রোববার (২০ অক্টোবর) রাত ২টার দিকে এই ঘটনা ঘটে।
হাতির তাণ্ডবের বিষয় নিশ্চিত করেন কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম।
পুলিশ সুপার বলেন, গতকাল রাত ২টার দিকে কাপ্তাই পুলিশ সার্কেলের ব্যারাকে তিনটি বন্য হাতি আসে। এদের মধ্যে একটি হাতি একজন পুলিশ সদস্যের ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে জিনিসপত্র এলোমেলো করে।
ওই পুলিশ সদস্য কাপ্তাই নতুন বাজার এলাকায় সপরিবারে বসবাস করায় ব্যারাকের ক্ষতিগ্রস্ত ঘরটিতে কেউ ছিল না। খবর পেয়ে বানৌজা শহীদ মোয়াজ্জম ঘাঁটি থেকে হাতি তাড়ানোর একটি দল ঘটনাস্থলে এসে হুইসেল বাজিয়ে হাতিগুলো সরিয়ে দেয়।
এবিষয়ে কাপ্তাই বনবিভাগের রেঞ্জ অফিসার এসএম মহিউদ্দিন চৌধুরী জানান, বন্যহাতির বিচরণক্ষেত্র সমুহে মানুষ বিভিন্ন স্থাপনা করেছে। যার ফলে বন্যহাতির পাল লোকালয়ে চলে আসছে। তবে বন্যহাতি কিংবা বন্য প্রাণীর ওপর আক্রমন করা যাবেনা। বন্য প্রাণীর ওপর আক্রমন করা দন্ডনীয় অপরাধ। তবে বন্যহাতি দ্বারা কেউ ক্ষতিগ্রস্থ হলে আবেদনের প্রেক্ষিতে বনবিভাগ থেকে সহযোগীতা করা হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন