বরকত উল্যা বুলুর মামলা প্রত্যাহার দাবী নোয়াখালীতে বিএনপির মানব বন্ধন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/07/4r5d43r5-817x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
এইচ.এম আয়াত উল্যা, নোয়াখালী প্রতিনিধি : বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক ও বিএনপির ভাইচ চেয়ারম্যান বরকত উল্যা বুলুর মামলা প্রত্যাহার ও মুক্তির দাবীতে এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় নোয়াখালী প্রেস ক্লাবের সামনে উক্ত কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা বিএনপি সভাপতি গোলাম হায়দার বিএসসি, সাধারণ সম্পদক এডভোকেট আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম কিরণ, যুগ্ম সম্পাদক লিয়াকত আলী খান, সুধারাম থানা বিএনপি সভাপতি সলিম উল্যা বাহার হিরন, সাধারণ সম্পাদক ভিপি জসিম, শহর বিএনপির সভাপতি আবু নাছের, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছাবের আহাম্মদ প্রমূখ। এছাড়া বিএনপি নেতা টপি ও এড. নুর ইসলাম সোহাগ, বিএনপি যুবদল ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা অবিলম্বে বিএনপির নেতা জয়নাল আবেদীন ফারুকের মুক্তির দাবী জানান। এর আগে গত ৩ জুলাই জয়নাল আবেদীন ফারুক ঢাকা সিএমএম আদালতে তার বিরুদ্ধে দায়ের করা ছয়টি মামলায় জামিন চান। আদালত দুই মামলায় তাকে জামিন দিলে ও চার মামলায় তাকে জেল হাজতে প্রেরন করেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন