বরিশালের নবাগত ডিআইজিকে মানবাধিকার সংগঠনের থেকে শুভেচ্ছা
বরিশালের নবাগত ডিআইজি এস এম আক্তারুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা ও আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচ এম মনিরুজ্জামান।
রবিবার (১৩ জুন) বরিশাল কার্যালয়ে নবাগত ডিআইজকে ফুলেল শুভেচ্ছা জানান তারা।
এ সময় মানবাধিকার নেতৃদ্বয় প্রবাসীদের সুখে দুঃখে পাশে থাকার জন্য মতবিনিময় করেন সর্বশেষ চা-চক্র ডি আই জি এস এম আক্তারুজ্জামান কে বৃহত্তর বরিশালে অবস্থিত সকল প্রবাসীদের বিপদে-আপদে সুখে-দুখে পাশে থাকার জন্য অনুরোধ জানান।
ডিআইজি কোন প্রবাসী সমস্যায় পড়লে তাৎক্ষণিক তাকে জানানোর জন্য অনুরোধ করেন।
এছাড়াও প্রবাসীদের বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয় উক্ত ফলপ্রসূ আলোচনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা চেয়ারম্যান এমএ খালেক সহ নেতৃবৃন্দ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন