বরিশালে বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণ, মুদী দোকানি গ্রেফতার
বরিশালের আগৈলঝাড়ায় ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। গতকাল শনিবার রাতে আগৈলঝাড়া থানায় মামলা দায়েরর পরপরই পুলিশ অভিযুক্ত ধর্ষক মুদি ব্যবসায়ী মিহির শিকারীকে গ্রেফতার করেছে।
আজ রবিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ এবং নির্যাতিতা ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য শের-ই বাংলা মেডিকেলে পাঠায় পুলিশ। আগৈলঝাড়া থানার ওসি গোলাম সরোয়ার এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ওই উপজেলার বাকাল ইউনিয়নের বড়মগড়া গ্রামের ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে মুদী দোকানী মিহির।
স্কুলছাত্রী বিয়ের জন্য মিহির শিকারীকে চাপ দিলে সে তাকে বিয়ে করতে অস্বীকার করে। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে গত শনিবার রাতে থানায় মামলা দায়েরের পর পুলিশ তাকে গ্রেফতার করে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন