বরিশাল সদর গালর্স স্কুল দেশের শীর্ষে পৌঁছাবে -পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপি
পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি বলেন, বরিশাল সদর গার্লস স্কুল অন্যান্য স্কুলের তুলনায় আলাদা। এখানের শিক্ষার্থীরা তাদের মেধা বিকাশে লেখাপড়ার পাশাপাশি নিজ দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সাংস্কৃতিক বিভিন্ন সামাজিক কর্মকান্ডে থেকে এগিয়ে যাচ্ছে। আমাদের বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল ক্ষেত্রে আমাদের মেয়েরা এগিয়ে যাচ্ছে। আমরা আশা করবো বরিশাল সদর গার্লস স্কুলের মেয়েরা এগিয়ে যাবে। এই স্কুলের মেয়েদের মেধা বিকশিত হয়ে দেশের শীর্ষ স্থানে এই শিক্ষা প্রতিষ্ঠান পৌঁছাতে পারবে বলেও আমি মনে করি।শীঘ্রই বরিশালে ভোলা থেকে গ্যাস আসছে। গ্যাস আসলে এখানে বিভিন্ন শিল্প কলকারখানা তৈরী হবে৷ বরিশাল হবে একটি আধুনিক সমৃদ্ধশালী স্মার্ট শহর।ইতোমধ্যে সে লক্ষ্যে আমাদের মাননীয় মেয়র মহোদয় আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত কাজ করে যাচ্ছেন। আমিও তাকে সব সময় সর্বোচ্চ সহোযোগিতা করবো ইনশাআল্লাহ।
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯৯ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপি।
আজ ২৮ জানুয়ারি রবিবার সকাল ১০ টায় বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে ৯৯ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক উপ-পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চল বরিশাল মোঃ আনোয়ার হোসেন, নির্বাহী প্রকৌশলী শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বরিশাল মোঃ শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বরিশাল মহবুবা হোসেনসহ বিভিন্ন অতিথিরা উপস্থিত ছিলেন। শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে অতিথিরা। জাতীয় পতাকা উত্তোলন শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা সংক্ষিপ্ত এক আলোচনা করেন। পরে বেলুন-ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি প্রতিমন্ত্রী পানিসম্পদ মন্ত্রণালয় জাহিদ ফারুক শামীম এমপি। উদ্বোধন শেষে অংশগ্রহণকারীদে মাঝে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন