বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বেগমগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অভিষেক পালিত
এইচ.এম আয়াত উল্যা, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর ঐতিহ্যবাহী সংগঠন বেগমগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অভিষেক ২০১৭ সন্ধ্যায় চৌমুহনী পাবলিক হলে অনুষ্ঠিত হয়।
ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, মাইটিভির নোয়াখালী জেলা প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন মিঠুর সভাপতিত্বে ও ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুর রহমান রাসেল এর সঞ্চালনায় অনুষ্ঠানে ‘কলম’ নামক স্মরণিকার মোড়ক উন্মোচন শেষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী বেগমগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মামুনুর রশিদ কিরণ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক ডা. এ.বি.এম জাফর উল্যা, চৌমুহনী পৌরসভার মেয়র আক্তার হোসেন ফয়সল, নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি বখতিয়ার শিকদার, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক বাদশা, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট শরীফুল ইসলাম, সহ-সভাপতি সামছুল হক সামছু, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন এর সিনিয়র সহ-সভাপতি হাজী আবুল বাহার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. আখতারুজ্জামান আনসারী, চৌমুহনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক টিপু, বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রিয়াজ, বাংলাদেশ প্রেস ইউনিয়ন সোসাইটির নোয়াখালী জেলা শাখা সভাপতি এ.বি.এম কামাল উদ্দিন, বাংলাদেশ সাংবাদিক সমিতি চৌমুহনী ইউনিটের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বাদল, দৈনিক জনজমিনের সম্পাদক ও প্রকাশক এড. হুমায়ুন কবির, জেলা আওয়ামী লীগের নেতা তপন মজুমদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হোসেন বাঙ্গালী, নোয়াখালী জেলা পরিষদের সদস্য মোঃ জহিরুল ইসলাম, ১নং ইউপি চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন, চৌমুহনী সরকারী এস.এ কলেজের ভিপি মেজবাহ উদ্দিন টুটুল, বাংলাদেশ আওয়ামী লীগ সাংস্কৃতিক ফোরাম বেগমগঞ্জ শাখার ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা সাহাব উল্যা, মল্লিকা খেলাঘর আসরের নোয়াখালী জেলা প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রহলাদ বণিক পলাশ, জেলা-উপজেলার রাজনৈতিক, সামাজিক, জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ। উক্ত বর্ণাঢ্য অনুষ্ঠানে চারজনকে আজীবন সম্মাননা প্রদান করা হয়, তারা হলো বেগমগঞ্জের উন্নয়নে বিশেষ অবদান রাখায় মাননীয় সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ, মহান স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদানের জন্য নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. এ.বি.এম জাফর উল্যা, একলাশপুরকে শতভাগ ভিক্ষুকমুক্ত ও শতভাগ নিরক্ষর মুক্ত করায় একলাশপুর ফাউন্ডেশনের চেয়ারম্যান জামাল উদ্দিনকে সম্মাননা প্রদান করা হয়।
এছাড়াও সাংবাদিক জগতে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি এ.কে.এম যোবায়ের ও বাংলাদেশ বেতারের নোয়াখালী জেলা প্রতিনিধি বখতিয়ার শিকদারকে আজীবন সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয।
পরে প্রধান অতিথি কলম নামক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন ও নব নির্বাচিত কমিটিকে ফিতা টেনে ফলক উন্মোচন করে পরিচয় করিয়ে দেন। এসময় সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, গন্যমান্য ব্যক্তিবর্গ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন