‘বর্তমানে জাতীয় পার্টি সরকারের সাথে নেই’ : জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের সাথে পার্টির নেতৃবৃন্দের বসার সুযোগ নেই জানিয়ে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, ‘দলের প্রেসিডিয়াম সদস্য, ৭৭টি জেলা কমিটি ও নির্বাহী কমিটি জিএম কাদেরের পক্ষে রয়েছেন।’

সোমবার দুপুরে সাবেক এই মন্ত্রী সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেয়ার আগে সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

তিনি অভিযোগ করে বলেন, ‘বিএনপি ও আওয়ামী লীগ উভয়ই জাতীয় পার্টিকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছে। বর্তমানে জাতীয় পার্টি সরকারের সাথে নেই। জনগণের চাহিদানুযায়ী জাতীয় পার্টি এককভাবে এগিয়ে যাচ্ছে।’

‘জাতীয় সংসদে ভোটের আনুপাতিকহারে নির্বাচন পদ্ধতি প্রবর্তণের’ ওপর জোর দেন তিনি।

এসময় দলটির প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী সৈয়দ দীদার বখতসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।