বলিউডের এই চারটি সিনেমা দেখলে নিজেকে ঠিক রাখতে পারবেন তো?
ছবির বিষয়বস্তু যাই হোক, প্রেম আর শরীর না থাকলে অর্ধেক হিন্দি সিনেমাই অসম্পূর্ণ৷ নারী শরীরের হিল্লোল পর্দায় না দেখালে পয়সা উশুল হয় না৷
কখনও কখনও এই সিনগুলো এমন পর্যায়ে পৌঁছয়, তাতে সেন্সর বোর্ডের কাঁচি চলে৷ আর যদি সেই কাঁচির হাত থেকে কোনোক্রমে সিনগুলো বেঁচে যায়, তাহলে তো কথাই নেই৷ ইন্টারনেটে টর্নেডো বইয়ে দেয় প্রতিটি ফ্রেম৷ বলিউডের এই চারটি সিনেমা দেখলে নিজেকে ঠিক রাখতে পারবেন তো?
দেখে নিন, সেই ছবিগুলোর নাম :-
► মিঠুন চক্রবর্তী ও সুস্মিতা সেন : চিঙ্গারি
ছবির প্লট ছিল খুব গুরুত্বপূর্ণ৷ ছবিতে মিঠুন এক সাধুর চরিত্রে অভিনয় করেছিলেন৷ সুস্মিতা হয়েছিলেন এক বারবণিতা৷ রোজ রাতে এই বারবণিতার ঘরে রাত কাটাতেন সেই সাধু৷ ছবি বক্স অফিসে অসাধারণ কিছু সাফল্য পায়নি৷ কিন্তু সুস্মিতা ও মিঠুনের প্রেমপর্বের দৃশ্যগুলি প্রচুর জনপ্রিয়তা পেয়েছিল৷ মিঠুনের অভিনয়ও ছিল অদ্বিতীয়৷ সুস্মিতাকে ভোগ করার দৃশ্যগুলিতে তিনি নিজেকে নৃশংস হিসেবে প্রতিপন্ন করতে সমর্থ হয়েছিলেন৷
► শাহরুখ খান ও দীপা শাহি : মায়া মেমসাহাব
শরীরী চাহিদা মানুষের মৌলিক প্রয়োজনের মধ্যে পড়ে৷ কিন্তু এই চাহিদা কতদূর পৌঁছতে পারে, তার একটি প্রতিচ্ছ্ববি দেখিয়েছে মায়া মেমসাহাব৷ ছবিতে দীপা শাহি ও শাহরুখ খানের অতিরিক্ত রোম্যান্টিক সিনগুলি (অবশ্যই আনসেন্সরড) নিয়ে তখন খুব চর্চা চলেছিল৷ চর্চা এখনও চলে৷ নিয়ন আলোয় লাভ-মেকিং সিন কী হতে পারে, দেখিয়ে দিয়েছেন শাহরুখ-দীপা৷
► সঞ্জয় কাপুর ও নেহা ধুপিয়া : জুলি
গাড়িতে প্রেম৷ এতে আলাদা উত্তেজনা আছে৷ নাহলে কি আর গোটা ম্যানসন ফাঁকা থাকা সত্ত্বেও নেহা ধুপিয়া আর সঞ্জয় কাপুর কখনও গাড়ির মধ্যে লাভ মেকিং সিন করে? জুলির সেই সিনটা থেকেই পালটে যায় সিনেমার প্লট৷ আর প্রেমিকার সারা গায়ে “ভালোবাসি” লেখা? সেও কি প্রেমেরই নিদর্শন?
► রেখা ও অক্ষয় কুমার : খিলাড়িওঁ কা খিলাড়ি
প্রেমের কোনও বয়স থাকে না৷ প্রমাণ করেছিলেন অক্ষয় কুমার আর রেখা৷ অসমবয়সের মেলামেশা কেমন হতে পারে, তার একঝলক দেখিয়েছিলেন৷ তার সঙ্গে দেখিয়েছিলেন মেলামেশার ক্ষেত্রে চকোলেটের কী অসাধারণ মহিমা৷ –কলকাতা২৪
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন