বলিউডের এই সংগীত শিল্পীদের পারিশ্রমিক কত জানেন?

বলিউডে যাদের গলা আমাদের মাতিয়ে দেয়, ছবি হিট করার একটা গুরু দায়িত্ব পালন করেন, সেই গায়করাও কিন্তু নায়ক বা নায়িকাদের তুলনায় পারিশ্রমিকের অঙ্কে খুব বেশি পিছিয়ে নেই।

বরং বলা যায়, বলিউডের এক একজন গায়কের পারিশ্রমিক শুনলে চমকে উঠবেন। একটি গান গাইতে তারা যা চার্জ নেন, তাতে রীতিমতো ভিরমি খাওয়ার জোগাড়। দেখে নিন, কে কত পারিশ্রমিক পান (বাংলাদেশী টাকায়)।

হানি সিং : সবাই তাকে চেনে ‘ইয়ো ইয়ো হানি সিং’ নামে। মূল নাম হৃদেশ সিং। এই মুহূর্তে ভারতের সেরা র‌্যাপার তিনিই। জনপ্রিয়তার শীর্ষেও তিনি। একটি গান গাইতে কত পারিশ্রমিক জানেন? হানি সিং একটি গান গাইতে ১৮-১৯ লক্ষ টাকা নেন।

অরিজিৎ সিং : অসাধারণ গলার এই শিল্পীর গানে মজে না, এমন মানুষ নেই। আপনার প্রিয় এই গায়কের পারিশ্রমিকও নিছক কম নয়। একটি গান গাইতে অরিজিত্‍‌ সিং নেন ১৬-১৭ লক্ষ টাকা।

সুনিধি চৌহান : এশিয়ার ৫০ জন আবেদনময়ী মহিলার তালিকায় রয়েছে সুনিধি চৌহানের। গানের গলাতেও দেশের গর্ব। সুনিধি একটি গান গাইতে ১১-১২ লক্ষ টাকা পারিশ্রমিক নেন।

সোনু নিগম : সোনু নিগম মানেই মন ভালো করা গলা। একের পর এক সুরেলা গান। প্রত্যেকটি গানই হিট। সোনু নিগম একটি গান গাইতে পারিশ্রমিক নেন ৭-৮ লক্ষ টাকা।

শ্রেয়া ঘোষাল : এক সময়ে ভারতের সবচেয়ে জনপ্রিয় শিল্পী ছিলেন। তবে বর্তমানে সেই জনপ্রিয়তায় ভাটা পড়লেও শ্রেয়া ঘোষালের গলার ভক্ত এশিয়াজুড়ে। মিষ্টি গলার এই শিল্পী একটি গান গাইতে পারিশ্রমিক নেন ৭-৯ লক্ষ টাকা।

সান : হিট গান সানেরও কম নেই। মন ছুঁয়ে যাওয়া গলা। মুগ্ধ করে সবাইকে। পারিশ্রমিকটাও বেশ মোটা। একটি গান গাইতে নেন ৪-৬ লক্ষ টাকা।