বলিউডের যেই তারকারা একাধিকবার বিয়ে করেছেন
বলিউডের অনেক তারকা একাধিকবার বিয়ের পিঁড়িতে বসেছেন। একবার দেখে নেওয়া যাক কারা রয়েছেন সেই তালিকায়।
১. সিদ্ধার্থ রায় কাপূর : সিদ্ধার্থের বর্তমান স্ত্রী বিদ্যা বালন। প্রথম ও দ্বিতীয় স্ত্রী যথাক্রমে আরতি বাজাজ ও কবিতার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় সিদ্ধার্থের।
২. মহেশ ভূপতি : ভারতের জনপ্রিয় টেনিস তারকার প্রথম স্ত্রী শ্বেতা জয়শংকরের সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়ার পরে তিনি বিয়ে করেন সাবেক বিশ্বসুন্দরী লারা দত্তকে।
৩. বনি কাপূর : বলিউডের প্রথম সারির প্রযোজক তিনি। প্রথম স্ত্রী ছিলেন মোনা শৌরী কাপূর। বিবাহবিচ্ছেদের পরে বিয়ে করেন এক সময়ের বলিউড কুইন শ্রীদেবীকে।
৪. আদিত্য চোপড়া : বি আর চোপড়া প্রোডাকশন হাইজের যোগ্য উত্তরসূরী। প্রথম স্ত্রী পায়েল খান্নার সঙ্গে বিচ্ছেদের পরে বিয়ে করেন অভিনেত্রী রানি মুখোপাধ্যায়কে।
৫. রাজ কুন্দ্রা : রাজ কুন্দ্রা বিয়ে করেছেন বলিউড ডিভা শিল্পা শেঠিকে।
প্রথম স্ত্রী ছিলেন কবিতা।
৬. সাইফ আলি খান : বলিউডে তাঁদের সকলে ‘সাইফিনা’ বলে ডাকে। দ্বিতীয় স্ত্রী করিনা কাপূরের সঙ্গে নাম জুড়েই এই নাম। প্রথম স্ত্রী ছিলেন অমৃতা সিংহ।
৭. সঞ্জয় দত্ত : রিচা শর্মা ও রিয়া পিল্লাইয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের পরে বর্তমানে তাঁর স্ত্রী হলেন পাকিস্তানী অভিনেত্রী মান্যতা।
৮. আমির খান : প্রথম স্ত্রী রিনা দত্তের সঙ্গে বিবাহবিচ্ছেদ করার পরে বিয়ে করেন কিরণ রাওকে।
৯. কিরণ খের : প্রথম স্বামী ছিলেন গৌতম বেরি। বর্তমানে তিনি অভিনেতা অনুপম খেরের ঘরণী।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন