বলিউডে ‘ব্যর্থ’! এই একটি কাজেই নামী তারকাদের টেক্কা দিলেন বিবেক
নায়ক হিসেবে বলিউডে খুব একটা দাগ কাটতে পারেননি বিবেক ওবেরয়। কিন্তু বলিউডের সেই ‘ব্যর্থ’ নায়কই এমন এক নজির গড়লেন, যা থেকে বলিউডের নামী অভিনেতা-অভিনেত্রীদের অনেকেই শিক্ষা নিতে পারেন। একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকে এমনই দাবি করা হয়েছে।
বিবেক ওবেরয়ের সংস্থার পক্ষ থেকে সিআরপিএফ-এর শহিদ জওযানদের পরিবারকে ২৫টি ফ্ল্যাট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই শহিদ জওয়ানদের পরিবার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সংস্থার তরফে বিষয়টি জানানোও হয়েছে। বিবেক ওবেরয়ের সংস্থা করম ইনফ্রাস্ট্রাকচারস এই উদ্যোগ নিয়েছে। ফ্ল্যাটগুলি মহারাষ্ট্রের থানেতে অবস্থিত। ইতিমধ্যেই চারজন শহিদ জওয়ানের পরিবারের হাতে ফ্ল্যাট তুলেও দেওয়া হয়েছে বলে খবর। যাঁদের নাম ইতিমধ্যেই ফ্ল্যাট দেওয়া হয়েছে, সেই শহিদদের পরিবারের একটি তালিকাও প্রকাশ করেছে বিবেক ওবেরয়ের সংস্থা। বাকি পরিবারগুলির তালিকাও খুব শিগগিরই প্রকাশিত হওয়ার কথা। সিআরপিএফ-এর যে জওয়ানরা বিভিন্ন সময়ে দেশের জন্য প্রাণ দিয়েছেন, তাঁদের পরিবারের হাতেই ফ্ল্যাট তুলে দেওয়া হবে বলে জানিয়েছে বিবেকের সংস্থা।
প্রথম দফায় যে শহিদ জওয়ানদের পরিবারের হাতে ফ্ল্যাট তুলে দেওয়া হচ্ছে, তাঁরা গত ১১ মার্চ ছত্তিশগড়ের সুকমায় মাওবাদী হামলায় প্রাণ হারিয়েছিলেন। এর আগে অভিনেতা অক্ষয় কুমারও ১২ জন শহিদ সিআরপিএফ জওয়ানের পরিবারের হাতে মোট এক কোটি আট লক্ষ টাকা তুলে দিয়েছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন