বলিউডে মেয়ের ভবিষ্যত নিয়ে চিন্তায় সাইফ
বলিউড তারকাদের ছেলে-মেয়েদের এই ইন্ড্রাস্ট্রিতে পদার্পণ নিয়ে এখন সরগরম ভারতীয় গণমাধ্যমগুলো। গণমাধ্যমগুলোতে জানভি কাপুর, সারা আলী খান, আরয়ান খানদের নিয়ে নিয়মিত প্রতিবেদন প্রকাশিত হচ্ছে।
তবে সম্প্রতি সবার নজর কেড়েছে সাইফ আলী খান ও অমৃতা সিংয়ের সুন্দরী মেয়ে সারা আলী খান। সামনেই সারা তার প্রথম চলচ্চিত্র কেদারনাথের শুটিং শুরু করতে যাচ্ছেন।
আর এ বিষয়টা নিয়ে খানিকটা ভয়েই আছেন সারার বাবা সাইফ। সাইফ নিজেই সম্প্রতি বলেছেন, ক্যারিয়ার হিসেবে মেয়ে যেটা বেছে নিচ্ছে তা নিয়ে তার একরকম ভয়ই হচ্ছে।
ভারতীয় গণমাধ্যম ডিএনএ-কে সাইফ আলী খান বলেছেন, একটু ভয়ে আছি। আর এ ইন্ডাস্ট্রিতে ভয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ও কেন এটা বেছে নিচ্ছে? ও কোথায় পড়ালেখা করল? নিউ ইয়র্কে পড়ালেখা করে ও কেন ওখানেই থেকে কিছু একটা করছে না?
সাইফ বলেছেন, আমি অভিনয়কে খাটো করে দেখছি না, কিন্তু এ পেশাটা স্থিতিশীল না। এ পেশায় যারা আছেন তাদের সবসময়ই ভয়ে থাকতে হয়। আর এর কোনো নিশ্চয়তা নেই যে, এ পেশায় কেউ তার সেরাটা দিয়েও সফল হতে পারবে। কোনো বাবা-মাই তার সন্তানের জন্য এ পেশা পছন্দ করবে না।
তবে সাইফের শঙ্কা থাকলেও সারা বলিউড-যাত্রা প্রায় নিশ্চিত।
সূত্র : ইন্ডিয়াডটকম।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন