বশেমুরবিপ্রবিতে অনলাইনে পাঠদানের সিদ্ধান্ত ; স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে হলসমূহ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ক্লাস কার্যক্রম ফের অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন বিভাগের চলমান সব পরীক্ষা সশরীরে অনুষ্ঠিত হবে।
তবে মানতে হবে কঠোর স্বাস্থ্যবিধি। আজ রবিবার বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের এক জরুরি একাডেমিক কাউন্সিলের বৈঠকে এ সিদ্ধান্ত নেয় বশেমুরবিপ্রবি প্রশাসন।
একাডেমিক কাউন্সিল সূত্রে জানা যায়, আবাসিক হল সমূহ খোলা রেখে অনলাইনে ক্লাস চলমান থাকবে। চলমান পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে। চতুর্থ বর্ষের পরীক্ষাও নিয়ে নেয়া হবে। তবে নতুন করে কোনো পরীক্ষা কার্যক্রম শুরু হবে না।
একাডেমিক কাউন্সিল শেষে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোঃ মুরাদ হোসেন স্বাক্ষরিত এক জরুরী বিজ্ঞপ্তির মাধ্যমে সিদ্ধান্তসমূহ জাননো হয়। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে জনসমাবেশ নিষিদ্ধ করার পাশাপাশি দাপ্তরিক কার্যক্রম সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত চালু রাখার নির্দেশ দেওয়া হয়। চালু থাকবে গুচ্ছ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের পৃর্ব নির্ধারিত ভার্তি কার্যক্রম।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন