বশেমুরবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের বরণে বিভাগে-বিভাগে উৎসবের আমেজ

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করা হবে আজ।নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে বিভাগে-বিভাগে প্রস্তুতি নেয়ার মাধ্যমে উৎসবের আমেজ ছড়িয়েছে গতকাল থেকেই।
নবীন বরণের সকল ধরনের প্রস্তুুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগগুলো।

বৃহষ্পতিবার (৩১ মার্চ) বিভাগ ভিত্তিক ওরিয়েন্টেশনের মাধ্যমে ২০২০-২১ সেশনের শিক্ষার্থীদের স্নাতক ১ম বর্ষের ক্লাস শুরু হতে যাচ্ছে।
এ উপলক্ষে প্রতিটি বিভাগে চলছে উৎসবের আমেজ। শ্রেণিকক্ষগুলো সাজানো হয়েছে রঙবেরঙের ফুল,বেলুন দিয়ে। দেয়ালে ও মেঝেতে আঁকা হয়েছে আল্পনা। নবীন শিক্ষার্থীদের বরণে প্রস্তুতির ত্রুটি রাখে নি বিভাগগুলো।
গতকাল থেকেই শ্রেণিকক্ষ সাজানো, আল্পনা অঙ্কনে ব্যস্ত সময় কাটিয়েছে প্রতিটি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। অনেক বিভাগে আল্পনা আকাঁর কাজ চলেছে সারারাত ধরে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ও পুরকৌশল বিভাগের সভাপতি ড. মোঃ কামরুজ্জামান বলেন, জাতির পিতার নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়ে পড়তে পারাটা অনেক গর্বের বিষয়। সবার জন্য শুভকামনা থাকবে।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি ড. মোঃ আবু সালেহ বলেন,এ বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে সকল নবীন শিক্ষার্থীকে স্বাগতম জানাই। তাদের শিক্ষাজীবনের সর্বাঙ্গীণ সফলতা কামনা করছি।