বশেমুরবিপ্রবি বিজ্ঞান ক্লাবের নেতৃত্বে রাকিব -নাহিদ

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বিজ্ঞান মনস্ক শিক্ষার্থীদের সংগঠন বশেমুরবিপ্রবি বিজ্ঞান ক্লাবের কার্যকরী পরিষদ (২০২২-২০২৩) গঠিত হয়েছে।

সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী রাকিবুল ইসলাম কে সভাপতি এবং একই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাহিদুল ইসলাম কে সাধারন সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়৷

রবিবার (০৬ নভেম্বর ) বিকেলে উপদেষ্টামন্ডলীর সম্মতিতে উক্ত কমিটি ঘোষণা করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাবের কার্যনির্বাহী কমিটিতে রয়েছেন, “সহ-সভাপতি মাহমুদা খাতুন জান্নাত, সৌরভ পাল, তানিম কাজি শুভ, মিরাজ হোসেন মুন্না, মৃদুল রহমান, লিমা রহমান মোঃ রেজোয়ান কিবরিয়া, জারিন জাহান সাজি, আলি হাসান এমরোজ ; যুগ্ম-সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শুভ, সুমাইয়া খাতুন, মোঃ আরিফুল ইসলাম ; সাংগঠনিক সম্পাদক জোবায়ের হাসান শান্ত; সহ সাংগঠনিক সম্পাদক সাদমান বিন কাওসার, সাদিয়া ইসলাম বাবলি ; অর্থ সম্পাদক মোঃ রাসেল; সহ অর্থ সম্পাদক ইশরাক হাসান তানভির ; দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন ; সহকারী দপ্তর সম্পাদক রিয়াজ মুন্সি ; প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাকিবুল আলম নির্জন; সহ প্রচার সম্পাদক জাকারিয়া আসিফ; সিনিয়র এক্সিকিউটিভ সাইফ হাসান ও তেহেরাতুন নেসা; এক্সিকিউটিভ মেম্বার নউরিন জাহান প্রমি, মাশফিকুর নিলয়, অনিন্দিতা কবির, মেহেদি হাসান, ফজলে রাব্বি, মারিয়া রহমান, আলিফ আফ্রিদি, সায়েম উদ্দিন মুসা নাফিসা তাবাসসুম ; গ্রাফিক ডিজাইনার অর্ণব মন্ডল, মোঃ মেহেদি হাসান, মোঃ সালাহ উদ্দিন, মারিয়া আফরিন রাফা। সংগঠনটির প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. মো কামরুজ্জামান।

নব নির্বাচিত সভাপতি রাকিবুল ইসলাম বলেন ” বিজ্ঞান প্রচার ও প্রসারে আমরা নিজেদের বিলিয়ে দিতে চাই। সবার সহযোগিতা কাম্য।” নব নির্বাচিত সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম বলেন ” আমি স্কুল জীবন থেকেই ক্লাব করে আসছি, আশা করছি সবার সাহায্য করবেন আমাদের ক্লাব চালাতে।
প্রসঙ্গত বশেমুরবিপ্রবি বিজ্ঞান ক্লাব গোপালগঞ্জ অঞ্চলে বিজ্ঞানের প্রচার এবং প্রসার নিয়ে কাজ করা সংগঠন।