বসন্ত || আবদুল হাই ইদ্রিছী

বসন্ত
-আবদুল হাই ইদ্রিছী


নাইবা ফুটুক কৃষ্ণচুড়া
নয়ন তারা ফুল,
ঋতুরাজের জন্ম যে আজ
নেই কো তাতে ভুল।

নাইবা ধরুক ফুলের ভ্রমর
গুনগুনিয়ে গান,
ভোরের পাখির কিচির-মিচির
নাইবা শুনুক কান।

নাইবা ডাকুক অন্তরালে
কোকিল মধুর ডাক,
আমের মুকুল মৌমাছিতে
নাইবা ভরে থাক।

বসন্তের-ই গন্ধ তবু
হৃদয় ছুয়ে যায়,
প্রকৃতিতে ডুবে যেতে
মনটা আমার চায়।