বাঁচতে চান যশোরের মনিরামপুরের হান্নান, সহযোগিতার আহবান

অতিদরিদ্র আব্দুল হান্নান (২৭), পিতা- দেলোয়ার হোসেন, গ্রাম+ডাক- হেলাঞ্চী, মনিরামপুর, যশোর। তিনি বসবাস করেন সরকার থেকে অসহায় মানুষের জন্য দেয়া ঘরে। হান্নান পেশায় একজন মোটরসাইকেল মেকানিক। সাদাসিদে পরিশ্রমী এই মানুষটি এখন হার্টের জটিল রোগ, হাই ব্লাডপ্রেশার এবং লিভার সিরোসিজ-এর মতো জটিল রোগে ভুগছেন। বর্তমান সে কোন কাজ এমনকি হাটা-চলাও করতে পারে না। হান্নান দীর্ঘদিন ধরে রোগে আক্রান্ত নিজের সামান্য আয় দিয়ে সংসার চালিয়ে চিকিৎসা খরচ বহন করলেও, বর্তমান তার পক্ষে আর চিকিৎসা চালিয়ে নেয়া সম্ভব হচ্ছে না। বর্তমানে স্থানীয় মানুষের সহায়তায় তার চিকিৎসা চলছে।
এদিকে চিকিৎসকেরা দ্রুত তার হার্টএ রিং পরানোর কথা জানিয়েছেন। তার এ চিকিৎসার জন্য এই মুহুর্তে অনেক টাকার প্রয়োজন। কিন্তু তার পরিবারের পক্ষে এতো টাকা জোগাড় করা আদৌ সম্ভব হচ্ছে না। তার চিকিৎসার জন্য সাহায্যের প্রয়োজন বলে জানিয়েছে তার পরিবারের সদস্যরা।
এদিকে হান্নান এর সাথে কথা হলে সেও সকলের কাছে তার চিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানায়। সমাজের সচ্ছল, হৃদয়বান, দানশীলসহ সকলকে তার পাশে দাড়াতে অনুরোধ জানিয়েছেন। আপনার সামান্য সহযোগীতায় হয়তো আবার সুস্থতা লাভ করে হান্নান ফিরতে আসতে পারে স্বাভাবিক জীবনে। হান্নানকে বাঁচাতে সবাই সাধ্যমতো সহযোগীতা করুন। সাহায্য সহযোগীতা পাঠানোর জন্য তার বিকাশ নাম্বর ০১৯৮২৪৬০৭৬২ এবং নগদ ০১৭৮৯৫৫৭০০৪।