বাংলাদেশকে পুরস্কৃত করা উচিত : আমলা
দারুণ লড়াকু মনোভাবের কারণে বিশ্ব ক্রিকেটে এক অনন্য পর্যায়ে পৌঁছে গেছে বাংলাদেশ। চলতি বিশ্বকাপে ছয় ম্যাচে তিন হারের দুইটিতেই শেষ পর্যন্ত প্রাণপনে লড়েছে মাশরাফি বাহিনী। যাতে মুগ্ধ গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা। সেই সঙ্গে মুগ্ধ সাবেক বর্তমান ক্রিকেটাররাও।
এই যেমন, এবারের বিশ্বকাপের ক্রিকেট উদ্দীপনার পুরস্কার বাংলাদেশের হাতে দেখতে চান দক্ষিণ আফ্রিকার ওপেনার হাশিম আমলা। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এ ইচ্ছা পোষণ করেন।
মূলত, বৃহস্পতিবার নিজেদের ষষ্ঠ ম্যাচে অস্ট্রেলিয়ার পাহাড়সম রানের বিপরীতে বাংলাদেশ যে লড়াই উপহার দিয়েছে তা দেখে রীতিমত অবাক হয়েছেন হাসিম আমলা। বিশেষ করে মুশফিক-সাকিবের লড়াই তার কাছে অসাধারণ লেগেছে। যে কারণে তাদের প্রশংসা করে লেখেন, দারুণ খেলেছে বাংলাদেশ। তাদের ক্রিকেট বিশ্বকাপের উদ্দীপনার পুরস্কার দেয়া উচিত। শেষ পর্যন্ত বুক চিতিয়ে লড়াইয়ের অসাধারণ প্রচেষ্টা দেখিয়েছে তারা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন