বাংলাদেশকে শিগগিরই ২৫ লাখ মর্ডানা টিকা দেবে যুক্তরাষ্ট্র
করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশকে শিগগিরই ২৫ লাখ মর্ডানা টিকা যুক্তরাষ্ট্র দেবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।
শনিবার টুইটার পোস্টে এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত।
টুইটারে মিলার বলেন, করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে সহায়তা দিতে যুক্তরাষ্ট্র গ্যাভি-কোভেক্স উদ্যোগের মাধ্যমে বাংলাদেশকে খুব শিগগিরই ২৫ লাখ মর্ডানা টিকা দেবে।
করোনাভাইরাস প্রতিরোধে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্র সরকারের সহায়তার অঙ্গীকার হিসেবে এই টিকা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন