বাংলাদেশকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাল মেসিদের লা লিগা

বিশ্ববিখ্যাত স্প্যানিল ফুটবল লিগ লা লিগার অগণিত ভক্ত আছে বাংলাদেশে। যারা রাত জেগে মেসি-রোনালদো-সুয়ারেসদেন খেলা দেখেন। সোশ্যাল সাইটে নিজেদের প্রোফাইল ছবি পাল্টান। বাংলাদেশের মিডিয়াতেও নিয়মিতভাবে লা লিগার খবর ছাপা হয়। এসব কারণে বাংলাদেশকে আলাদা চোখেই দেখে স্প্যানিশ লিগটি।

আজ ২৬ মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শুভেচ্ছা জানিয়েছে মেসিদের লিগ। সোশ্যাল সাইট ফেসবুকে নিজেদের ভেরিফায়েড অ্যকাউন্টে এক পোস্টের মাধ্যমে এই শুভেচ্ছা জানানো হয়েছে। বাংলাদেশের পতাকার একটি ছবি পোস্ট করে তাতে লেখা হয়েছে ‘হ্যাপি ইন্ডিপেনডেনস ডে।’

অবশ্য পোস্টটির প্রাইভেসি যথারীতি কাস্টমাইজ করা হয়েছে। মানে, এই পোস্ট শুধুমাত্র বাংলাদেশিরাই দেখতে পারবেন। ভক্তরাও কমেন্টে লা লিগা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানোর পাশাপাশি পোস্টটি পাবলিক করার দাবি জানিয়েছেন। যাতে বিশ্বের সকল মানুষ বাংলাদেশের গর্বের এই দিনটি সম্পর্কে জানতে পারে। হয়তো ভবিষ্যতে লা লিগা বাংলাদেশকে নিয়ে পাবলিক পোস্টও দেবে।

উল্লেখ্য, চলতি মাসের শুরুতে নেপালে বাংলাদেশি বিমানের ভয়াবহ দুর্ঘটনায় প্রাণহানিতে শোক জানিয়েছিল লা লিগা।