বাংলাদেশসহ ৬ দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করল জাপান

করোনার কারণে বাংলাদেশসহ ৬ দেশের ওপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে জাপান। দেশটির সরকার গত শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে এই ঘোষণা দিয়েছে।
গত জুনে ছয়টি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিল জাপান। দেশগুলো হলো- বাংলাদেশ, ভারত, আফগানিস্তান, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কা।
দেশটির স্থানীয় দৈনিক জাপান টাইমস তাদের প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছরের শুরুর দিকে কোয়ারেন্টিনের ব্যবস্থার অংশ হিসেবে জাপানে পৌঁছানোর ১৪ দিন আগে বাংলাদেশসহ ওই ছয় দেশে ছিলেন- এমন বিদেশি পর্যটকদের জাপানে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। সরকার এখন এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ওই ছয় দেশের নাগরিকদের মধ্যে যারা টিকা নিয়েছিলেন, এমনকি যাদের জাপানে বসবাসের বৈধতা রয়েছে, তাদেরও জাপানে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। এখন জাপানের কোয়ারেন্টিন নীতিমালায় বড় ধরনের সংশোধন আনায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের এই ঘোষণা এলো।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন