বাংলাদেশিকে হত্যায় ৫ পাকিস্তানির মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/03/a-20240307090934.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
প্রবাসী এক বাংলাদেশিকে হত্যার দায়ে পাঁচ পাকিস্তানি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব।স্থানীয় সময় বুধবার (৬ মার্চ) তাদের মৃত্যুদণ্ড কার্যকর হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে ডেইলি পাকিস্তান।
সৌদি কর্মকর্তাদের বরাতে গণমাধ্যমটি জানিয়েছে, একটি প্রতিষ্ঠানে সশস্ত্র ডাকাতির সময় ওই পাঁচ পাকিস্তানি এক নির্দোষ ব্যক্তিকে হত্যা করেন। নিহত ব্যক্তি ওই প্রতিষ্ঠানের নৈশপ্রহরী ছিলেন। ঘটনাটি রাজ্যের পূর্বাঞ্চলীয় প্রদেশে ঘটে, যেখানে অপরাধীদের আটক করা হয় এবং পরে সৌদি আইনের অধীনে বিচার করা হয়। অভিযোগে দোষী সাব্যস্ত হলে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
একই তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গাল্ফ নিউজ।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, দোষী ব্যক্তিরা পাকিস্তানি নাগরিক। ডাকাতি করতে গিয়ে ওই বেসরকারি সংস্থার দুই প্রহরীকে বেঁধে রেখেছিলেন তারা। এ সময় প্রহরীরা বাধা দিলে একজনকে হত্যা করা হয়। নিহত প্রহরী বাংলাদেশি নাগরিক ছিলেন।
এদিকে পাকিস্তানের সরকার এ মৃত্যুদণ্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে মামলাগুলি পর্যালোচনা করার দাবি জানিয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন