‘বাংলাদেশিরা ফাস্ট বোলিং খেলতে পছন্দ করে না’
টাইগারদের দুর্বলতা ধরা পড়েছে ওয়েস্ট ইন্ডিজের চোখে। শুক্রবার সিলেটে শুরু হতে যাওয়া সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে সাকিব-তামিমদের দুর্বলতায় আঘাত হানার পরিকল্পনা করছে উইন্ডিজ।
বৃহস্পতিবার ম্যাচ শুরুর আগের দিন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ক্যারিবীয় দলের অধিনায়ক রোভম্যান পাওয়েল বলেন, ‘ওদের নড়বড়ে জায়গা পেস বোলিং সামলানো। এটা খুবই সত্যি, বাংলাদেশের ব্যাটসম্যানরা ফাস্ট বোলিং খেলতে পছন্দ করে না। আমরা অবশ্যই সেটি কাজে লাগাতে চাইব। আশা করি, আগামীকাল আমরা সেটি করতে পারব।’
উইন্ডিজ অধিনায়কের এমন মন্তব্যের পর বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বলেন, ‘প্রথম দুই ওয়ানডেতে আমরা ওদের পেস বোলিং ভালোভাবেই সামলিয়েছি। এটা ঠিক, শুরুতে হয়তো দু-একটি উইকেট পড়েছে। কিন্তু খুব প্রভাব ফেলতে পারেনি। গত ম্যাচে তামিম ও মুশফিককে কিন্তু ওরা পেস বোলিংয়ে নিয়ে ভোগাতে পারেনি। রিয়াদকেও না। সাকিবও খুব আরামে খেলেছে, শটও খেলেছে। ইনিংসের শুরুতে ওরা হয়তো আমাদের চাপে রেখেছে। এটা হতেই পারে।’
বাংলাদেশ ওয়ানডে দলের এই অধিনায়ক বলেন, ‘আগে একটা সময় ছিল, এই ব্যাপারগুলো অনেক প্রভাব ফেলত। এখন আর সেটি নেই। ওই পর্যায় আমরা পেরিয়ে এসেছি। হ্যাঁ, এক্সট্রিম গতির কথা যদি বলেন, পৃথিবীর সব ব্যাটসম্যানেরই সমস্যা হয়।১৪২-১৪৩ কিলোমিটার গতি আমাদের ব্যাটসম্যানরা এখন সামলাতে পারে।’
ওয়েস্ট ইন্ডিজের গতির দানব ওশান টমাস প্রসঙ্গে মাশরাফি বলেন,‘দুই ম্যাচেই কিন্তু ওর ইকোনমি ছিল ছয়। সে যদি ওদের সেরা বোলার হয়, আমরা তো ছয় রান করে নিয়ে খুব স্বস্তিতে আছি। হ্যাঁ, গুরুত্বপূর্ণ সময়ে সে দু-একটি উইকেট নিয়েছে। সে উইকেট নেওয়ার পরও আমরা ম্যাচে খুব ভালোভাবে ছিলাম। টমাস ১৪৭ গতিতে বল করার পরও কিন্তু সাকিব ঠিকই এক ওভারে ১৬ নিয়েছে।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন