বাংলাদেশি শ্রমিক নিয়োগে আমিরাতের সমঝোতা স্মারক
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের নিয়োগের লক্ষ্যে দুই দেশের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। দেশটির বিভিন্ন খাতে বাংলাদেশি কর্মী নিয়োগ দিতে বুধবার ওই স্মারক স্বাক্ষর হয়।
আমিরাতের ইংরেজি দৈনিক খালিজ টাইমস বলছে, আমিরাতের মানব সম্পদ মন্ত্রী নাসের বিন থানি জুমা আল-হামলি ও বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. নমিতা হালদার এনডিসির উপস্থিতিতে সমঝোতা স্মারক সই হয়েছে।
বৈধ উপায়ে আইন অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি দক্ষ-জনশক্তি নিয়োগ-সহ বিভিন্ন ক্ষেত্রে বন্ধুপ্রতীম দুই দেশের পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্কের প্রশংসা করেন জুমা আল-হামলি।
তিনি বলেন, দেশে নিয়োগদাতাদের বহুমুখী বাজার ব্যবস্থা চালু করতে ও তাদের চাহিদা এবং লক্ষ্য পূরণে মানবসম্পদ মন্ত্রণালয় এ সমঝোতা স্মারক সইয়ের উদ্যোগ নিয়েছে।
বিভিন্ন খাতে শ্রমিক নিয়োগে শিগগিরই আমিরাতের তদবির সেন্টার কাজ শুরু করবে বলে মন্তব্য করেন তিনি। সমঝোতা স্মারকে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের নিয়োগকারী অফিস শ্রমিক নিয়োগের চাহিদাপত্র বাংলাদেশে পাঠাবে। এতে শ্রমিক নিয়োগ চুক্তির সব ধরনের শর্ত উল্লেখ থাকবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন