বাংলাদেশী তরুণের সুইজারল্যান্ড জয়

বাংলাদেশের তরুণেরা এগিয়ে চলেছেন তাদের সৃষ্টিশীল কাজের মধ্য দিয়ে। তেমনই একজন খুলনার খালিশপুর এর এ এইচ শুভ। নিজ গুণে বিশ্ব সেরা প্রকাশনা সংস্থা পেগাসাস পাবলিশার্স এর জুরিখ সুইজারল্যান্ড-এর ডিজিটাল ইউনিট (পাবলিকেশন) এক্সপার্ট হিসেবে নিয়োগ পেয়েছেন।

তিনি এম এ আজিজ এর ৩য় সন্তান, আর মা আইশা বেগমের অনেক ইচ্ছে ছিল ছেলে ইঞ্জিনিয়ারিং পড়বেন। দরিদ্রতার কারণে তাদের সে ইচ্ছে পূরণ না হলেও ছেলের অদম্য শেখার ইচ্ছে তাদের সে ইচ্ছে পূরণ করেছে।

বাংলাদেশের সেরা দৈনিক ও বিজ্ঞান ভিত্তিক পত্র পত্রিকাতে নিয়মিত বিজ্ঞান ও টেক বিষয়ক লেখালেখিতে যুক্ত ছিলেন তিনি। তার লেখা অন্তত ২০০ নিবন্ধ দেশের বাইরের সেরা সাময়িকীগুলোতে প্রকাশিত হয়েছে।

জুলাই এর ১ তারিখ জুরিখ সুইজারল্যান্ডে তিনি দায়িত্ব গ্রহন করবেন বলে জানা গেছে।