বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনাকে রক্ত দিল ভারতীয় সেনারা
বাংলাদেশ সেনা বাহিনীর একজন সাবেক কর্মকর্তার জীবন বাঁচাতে রক্ত দানের মাধ্যমে বন্ধুত্ব এবং মানবতা প্রেমের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল ভারতীয় সেনারা। বাংলাদেশ সেনা বাহিনীর অবসরপ্রাপ্ত এই কর্মকর্তার নাম মেজর ফারুক আহমেদ। তিনি দূরারোগ্য রক্ত শূন্যতা রোগে ভুগছেন।
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানিয়েছে, ফারুক আহমেদ অসুস্থ হয়ে ঢাকার সিএমএইচ-এ ভর্তি হলে তিনি এক দূরারোগ্য রক্ত শূন্যতা রোগে ভুগছেন বলে জানান চিকিৎসকরা। পরে উন্নত চিকিৎসার জন্যে তিনি কলকাতার টাটা মেডিকেল সেন্টার ক্যান্সার হাসপাতালে ভর্তি হন।
ফারুক আহমেদের মেয়ে ফারিহা বিনতে ফারুক জানান, চিকিৎসা শুরুর আগেই ফারুকের জীবন রক্ষার জন্যে প্রচুর রক্তের প্রয়োজন হয়। কিন্ত কলকাতায় তাদের পক্ষ্যে রক্ত সংগ্রহ করা কঠিন হয়ে পড়লে শঙ্কায় পড়ে যান। বিষয়টি দিল্লিস্থ বাংলাদেশ হাই কমিশনের ডিফেন্স অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল হামিদ জানতে পারলে ভারতীয় সেনা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। পরে ভারতীয় সেনা বাহিনীর পক্ষে থেকে জীবন রক্ষায় দ্রুত রক্ত দানের ব্যবস্থা করেন।
গত ২২ মে (সোমবার) ভারতীয় সেনা বাহিনীর ১৬ জন সদস্য ওই হাসপাতালে গিয়ে ফারুক আহমেদকে রক্ত দিয়ে গেছেন এবং প্রয়োজনে তারা আরও রক্ত দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলেও জানান ফারিহা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন