‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলার সুযোগ নেই’
আগামী সংসদ নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।
শুক্রবার (০৫ অক্টোবর) দুপুরে চাঁদপুরের ফারাক্কাবাদ ডিগ্রি কলেজে মহত্মাগান্ধী মিলনায়তন উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।
ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, ‘একাদশ সংসদ নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, এখানে আমার মন্তব্য করার কোনো সুযোগ নেই। বাংলাদেশের মানুষ জানে কি করে গণতন্ত্রের চর্চা করতে হয়। আমার বিশ্বাস জনগণের স্বার্থ সুরক্ষায় কাজ করবে সরকার।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন