বাংলাদেশের খেলা দেখতে যে কসরত করতে হবে
সাকিব আল হাসানের মাথায় আবারও সাদা পোশাকের ক্যাপ্টেন্সির ক্যাপ, তাই এবারের বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ নিয়ে দেশের ক্রিকেট ভক্তদের আগ্রহও তুঙ্গে। তবে সেই আগ্রহে জল ঠেলেছে একটা খবর, তা হচ্ছে কোন দেশি কিংবা বিদেশি কোনো টিভিতে খেলাটি দেখা যাচ্ছে না।
অথচ কয়েক ঘণ্টার মাথাতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে মাঠে নামবে বাংলাদেশ।
এখন পর্যন্ত হিসেব বলছে এই টেস্টের হালচাল অধিকাংশ বাংলাদেশিকে দেখতে হবে ক্রিকইনফো বা ক্রিকবাজে।
স্কোর কার্ডে চোখ বুলিয়েই থাকতে হবে সন্তুষ্ট! কারণ কোনোও টেলিভিশন নাকি এখনও খেলাটি সম্প্রচার করার আগ্রহ দেখায়নি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং খেলাটি সম্প্রচারের দায়িত্বে থাকা কোম্পানি টোটাল স্পোর্টস তাই দ্বারস্থ হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি)।
টোটাল স্পোর্টস জানিয়েছে, বাংলাদেশের কোনো চ্যানেল খেলা দেখাতে আগ্রহী নয়। তবে বিসিবি এবং তারা যৌথ প্রচেষ্টায় অবশেষে আইসিসি টিভিতে টেস্ট সিরিজ সম্প্রচারের ব্যবস্থা করতে পেরেছে।
তবে এই খেলা দেখতে দশর্কদের গুণতে হবে ২ ডলার, সাথে থাকতে হবে আন্তর্জাতিক ক্রেডিট কার্ড।
অন্যদিকে বিসিবিও জানিয়েছে, বিনা মূল্যে খেলা দেখানোর ব্যবস্থা করার চেষ্টা করছে। তাছাড়া বিসিবির ইউটিউব ও ফেসবুকেও খেলা দেখানোর চেষ্টাও নাকি অব্যাহত আছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন