বাংলাদেশের টেস্ট দলে চমক!

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ যুব দল এখন নিউজিল্যান্ডে। দারুণ নৈপুণ্য দেখিয়ে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছেও গিয়েছিল তারা। কিন্তু ভারতের কাছে হেরে শেষ আট থেকেই বিদায় নিতে হয়েছে জুনিয়র টাইগারদের।

টুর্নামেন্ট থেকে বিদায় নিয়ে দলের সবার মন খারাপ থাকলেও অফস্পিনার নাঈম হাসান পেলেন সুখবর। ৩১ জানুয়ারি চট্টগ্রামে অনুষ্ঠিত শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা করেছে বিসিবি। সেখানে ডাক পেয়েছেন ১৭ বছর বয়সী এই তরুণ। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দারুণ বোলিং করে নির্বাচকদের নজরে পড়েছেন এই তরুণ অফস্পিনার। দলের একমাত্র নতুন মুখ নাঈমই।

বাংলাদেশের টেস্ট দলে জায়গা করে নেওয়ার আশা করছিলেন তাসকিন আহমেদ। কিন্তু শেষ পর্যন্ত দলে জায়গা করে নিতে পারেননি এই ডানহাতি পেসার। তবে মুস্তাফিজুর রহমান, কামরুল ইসলাম রাব্বি আর রুবেল হোসেন আছেন পেসার হিসেবে।

বাংলাদেশ স্কোয়াড

সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক) , তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, কামরুল ইসলাম রাব্বি, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন ও নাঈম হাসান।