বাংলাদেশের শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে ডাকঘর : মোস্তাফা জব্বার
বাংলাদেশের শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে ডাকঘর, এ কারণ গ্রাহকের দোড় গোড়ায় প্রযুক্তিগত ও আধুনিক সেবা দেয়ার লক্ষ্যে সারা দেশের ডাকঘর গুলোকে ডিজিটাল করা হবে।
ডিজিটাল ডাক সেবা চালু হলে কারো কোন অভিযোগ থাকবেনা, ডাকঘর গুলোর আমুল পরিবর্তন করা হবে।
ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার শনিবার (৬ আগস্ট) দুপুরে মাদারীপুর রাজৈর উপজেলা সদরের প্রায় ৭৭ লাখ টাকা ব্যয়ে পুন:নির্মিত ডাকঘর ভবন পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেনে।
এ সময় মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, রাজৈর উপজেলা পরিষদেও চেয়ারম্যান রেজাউল করীম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মো: আনিসুজ্জামানসহ ডাক বিভিাগের উর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন