বাংলাদেশের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক ধরে রাখবে ইইউ
পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে দেখা করে ইইউয়ের প্রতিনিধিদলের প্রধান এবং ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত রেন্সজে তেরিংক বলেছেন, বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখতে ইইউ প্রস্তুত রয়েছে।
বৃহস্পতিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় একথা বলেন তিনি। এসময় নতুন পররাষ্ট্রমন্ত্রীকে শুভেচ্ছাও জানান তিনি এবং একসঙ্গে কাজ করার অঙ্গীকার নিয়ে নতুন সরকারের সঙ্গে সম্পৃক্ত থাকার ক্ষেত্রে ইইউয়ের আগ্রহের কথা প্রকাশ করেন। যৌথ আগ্রহের কিছু বিষয় যেমন সুশাসন, গভীর অর্থনৈতিক পার্টনারশিপ, রোহিঙ্গা সমস্যা, অভিবাসন, প্রাকৃতিক পরিবর্তন, উন্নয়ন সহযোগিতা এবং অন্যান্য বিষয়ে সহযোগিতার কথা বলেন।
ইইউয়ের রাষ্ট্রদূত পরবর্তীতে কিভাবে বর্তমানে চলমান সহযোগিতার বিষয়গুলোকে আরো বিস্তৃত করা যায় নব্য বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সেই বিষয়ে কথা বলেন। যেখানে দ্বিপাক্ষিক বিষয়গুলো উন্নয়নের বিষয়াদি থেকে সাধারণভাবেই রাজনৈতিক দিকে যাচ্ছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন