বাংলাদেশের হজ বিষয়ক পাঁচ প্রস্তাবে সম্মতি সৌদি হজমন্ত্রীর
বাংলাদেশের হজ ব্যবস্থাপনার উন্নয়নে ধর্ম প্রতিমন্ত্রীর দেয়া পাঁচ প্রস্তাবে সম্মতি দিয়েছে সৌদি আরব।
গতকাল (রোববার) ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব শেখ মোহাম্মদ আব্দুল্লাহর নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদল মক্কা মন্ত্রণালয়ের সভাকক্ষে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. মোহাম্মদ তাহের বেন তেনের সঙ্গে বৈঠক করেন।
এসময় ধর্ম প্রতিমন্ত্রী পাঁচ প্রস্তাব উত্থাপন করেন।
ধর্ম প্রতিমন্ত্রীর উত্থাপিত পাঁচটি প্রস্তাব হলো-
* বাংলাদেশের জন্য আরও ২ হাজার হজযাত্রীদের কোটা বৃদ্ধি করা।
* বাংলাদেশি বেসরকারি হজ এজেন্সি সমূহের হজযাত্রী সংখ্যা ন্যূনতম ১৫০ জন থেকে ১০০ জনে নামিয়ে আনা।
* মক্কা, মিনা ও আরাফাতে বাংলাদেশি হজযাত্রীদের উন্নত মানের পরিবহন সুবিধা নিশ্চিত করা।
* মিনায় দ্বিতল বিশিষ্ট খাটের ব্যবস্থা না করা।
* সৌদি আরবের পরিবর্তে বাংলাদেশে হজযাত্রীদের ভেরিফিকেশন সম্পন্ন করা।
প্রতিমন্ত্রীর সফরসঙ্গী ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন এসব তথ্য নিশ্চিত করে বলেন, বৈঠকে সৌদি হজমন্ত্রী বাংলাদেশেল ধর্ম প্রতিমন্ত্রীর এই পাঁচটি প্রস্তাব ধৈর্য সহকারে শোনেন এবং এসব বিষয়ে কার্যকরী পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দেন।
বৈঠকে ধর্ম প্রতিমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলে আরও যারা উপস্থিত ছিলেন – সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ, জেদ্দার কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন, মোহাম্মদ মাসুদুর রহমান আবুল হাসান এবং হাব মহাসচিব শাহাদাত হোসেন সেলিম প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন