বাংলাদেশে কারামুক্ত হলেন ৯৫ ভারতীয় নাগরিক
অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করা ৯৫ জন জেলেকে কারামুক্তি দেয়া হয়েছে। গত দুই মাস ধরে তারা বাংলাদেশের কারাগারে বন্দি ছিলেন।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় এ তথ্য জানান সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল-ফরহাদ।
তিনি জানান, মোংলা থানার মামলায় বাগেরহাট জেলা কারাগারে বন্দি ৬৪ জন এবং কলাপাড়া থানার মামলায় পটুয়াখালী জেলা কারাগারে আটক ৩১ জন ভারতীয় বন্দির মামলা প্রত্যাহারের আদেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সহকারী কারা মহাপরিদর্শক জান্নাত-উল-ফরহাদ আরও বলেন, ওই আদেশে দেশের দুই কারাগার থেকে মোট ৯৫ জন ভারতীয় জেলেকে স্বদেশে প্রত্যাবাসনের জন্য কোস্টগার্ড ও পুলিশের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়।
এই বন্দিদের কারামুক্তির সময় সংশ্লিষ্ট কারাগারের প্রতিনিধি এবং দুদেশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন