বাংলাদেশে কি আলজাজিরা বন্ধ?
কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা বাংলাদেশে ব্লক রয়েছে। তবে কী কারণে ব্লক রয়েছে তা কোনো সূত্র নিশ্চিত করেনি।
বুধবার মধ্যরাত থেকে আলজাজিরার ওয়েবসাইটে ব্রডব্যান্ড ইন্টারনেটে ব্যবহার করে বাংলাদেশ থেকে ঢুকা সম্ভব হচ্ছে না। তবে বেসরকারি কোম্পানির মোবাইল নেটের মাধ্যমে আলজাজিরার ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে।
এ ব্যাপারে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) সভাপতি এম এ হাকিম বলেন, এখন কোনো ওয়েবসাইট বন্ধ করার দরকার হলে সরকার আমাদের সঙ্গে যোগাযোগ করে না। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং সংশ্লিষ্ট সংস্থা নিজস্ব ডিভাইস ব্যবহার করে প্রয়োজনীয় ওয়েবসাইট বাংলাদেশে ব্লক করে দেয়।
তবে এ বিষয়ে জানতে বিটিআরসির একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও কেউ এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন