বাংলাদেশে নির্বাচনকালীন সহিংসতা তদন্তের আহ্বান যুক্তরাষ্ট্রের
নির্বাচনের সময়ে সহিংস ঘটনার স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্ত করার জন্য বাংলাদেশ সরকারকে উৎসাহিত করেছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে যারা এর জন্য দায়ী তাদের দায়বদ্ধতার আওতায় আনা এবং সব ধরনের রাজনৈতিক সহিংসতা প্রত্যাখ্যান করারও আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ওয়াশিংটনে নিয়মিত সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার একথা বলেন।বাংলাদেশের নির্বাচন নিয়ে যক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কী- এবিষয়ে জানতে চাইলে ম্যাথু মিলার বলেন, হাজার হাজার বিরোধী দলের সদস্য গ্রেফতার ও নির্বাচনের দিন সহিংসতার ঘটনায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। অন্যান্য পর্যবেক্ষকেদের মতো আমাদেরও মত হচ্ছে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি।
আমরা দুঃখিত যে সব দল অংশগ্রহণ করেনি এবং নির্বাচনের আগে ও নির্বাচনের সময়ে সহিংস ঘটনায় আমরা নিন্দা জানাই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যুক্তরাষ্ট্র প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলে, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি, তবে তারা বাংলাদেশের সঙ্গে কাজ করবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন