বাংলাদেশ এখন আর ছোট দল নয় : ইংল্যান্ডের অধিনায়ক
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত জয়ে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ দল। আফ্রিকার বিপক্ষে ৩৩০ রানের রেকর্ড গড়ে ২১ রানের জয়ের পর ভারতীয় মিডিয়া টাইগারদের প্রশংসা করার পরিবর্তে হেয় প্রতিপন্ন করে সংবাদ প্রকাশ করে।
এনিয়ে ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগান বলেন, বাংলাদেশ দলকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। তারা সাম্প্রতিক সময়ে দুর্দান্ত খেলছে। বাংলাদেশের সঙ্গে আমাদের তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে। তাদের বিপক্ষে জিততে হলে আমাদের সেরাটা উজার করে দিতে হবে।
শনিবার কার্ডিফে বিশ্বকাপের চলতি আসরের ১২তম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-ইংল্যান্ড।
ম্যাচের ঠিক আগের দিন বৃহস্পতিবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ইংলিশ অধিনায়ক বলেন, বাংলাদেশ দলে বেশ কিছু ক্রিকেটার আছেন, যারা অনেক দিন ধরেই খেলেছে। তাদের দলে অনেক অভিজ্ঞ ক্রিকেটার আছে।
মরগান আরও বলেন, বাংলাদেশ দলের সিনিয়র খেলোয়াড়রা আমাদের সিনিয়র খেলোয়াড়দের চেয়েও অনেক বেশি অভিজ্ঞ। আর এই অভিজ্ঞ ক্রিকেটাররাই আমাদের জন্য বড় হুমকি। জিততে হলে আমাদের ভালো খেলতে হবে।
বিশ্বকাপের গত আসরে এই ইংল্যান্ডকে হারিয়েই প্রথবার কোয়ার্টারফাইনালে খেলে বাংলাদেশ।
সেই ম্যাচ প্রসঙ্গে মরগান বলেন, সেদিন তারা মন দিয়ে খেলেই ম্যাচ জিতেছে। আমরা সেভাবে খেলতে পারিনি।
সূত্র: নিউজ এইটিন
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন