বাংলাদেশ ও বাঙালির ইতিহাস জানতে বঙ্গবন্ধুকে জানতে হবে : ধর্ম প্রতিমন্ত্রী
ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, বাংলাদেশ ও বঙ্গবন্ধু এক সূত্রে গাঁথা। বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে ভালোভাবে জানতে হবে। বাংলাদেশ ও বাঙালিকে ভালোভাবে জানতে বঙ্গবন্ধুর লিখিত বইসমূহ এক অমূল্য উৎস এবং এসব বই পাঠে নতুন প্রজন্মকেও বিশেষ ভাবে উদ্বুদ্ধ করতে হবে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) প্রতিমন্ত্রী জামালপুরে ইসলামপুর উপজেলা শাখার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এর নেতৃবৃন্দের মাঝে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের গত বারো বছরে দেশের যে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে, তা জনগণের নিকট তুলে ধরতে হবে। যারা সরকারের উন্নয়ন, সাফল্যের বিরোধীতা করে তাদের বিরুদ্ধে জনমত গঠন করতে দলের নেতাকর্মীদের জনগণের দোরগোড়ায় যেতে হবে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গৃহীত ১০ টি মেগা প্রকল্প বাস্তবায়ন প্রায় শেষ হওয়ার পর্যায়ে রয়েছে। পদ্মা সেতুসহ অনেক গুলো বড় বড় সেতু উদ্বোধন করা হয়েছে। এসব উন্নয়নের ফলে দেশের ব্যাপক উন্নয়ন আজ দৃশ্যমান যার সুফল ইতোমধ্যে জনগণ ভোগ করছে।
প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতধারায় নিয়ে আসার জন্য সরকার বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করেছে। যা ইতোপূর্বের কোন সরকার করেনি। সমাজের প্রতিটি ক্ষেত্রে সরকারের উন্নয়ন, সাফল্য যথাযথ ভাবে তুলে ধরতে তিনি নেতা কর্মীদের আহ্বান জানান।
অনুষ্ঠানে ইসলামপুর উপজেলা শাখার উদ্যোগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দের মাঝে বঙ্গবন্ধুর লিখিত ‘অসমাপ্ত আত্মজীবনী,’ ‘কারাগারের রোজনামচা,’ এবং এন আই খানের ‘সে আগুন ছড়িয়ে গেলো সবখানেঃ সময় রেখায় বঙ্গবন্ধু’ -বই তিনটি বিতরণ করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন