বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) পলাশবাড়ী উপজেলা শাখার এক আলোচনা সভা অনুষ্ঠিত

বে-সরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ ন্যায় সঙ্গত দাবী আদায়ের লক্ষ্যে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) পলাশবাড়ী উপজেলা শাখার আয়োজনে এক
আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পলাশবাড়ী মহিলা (ডিগ্রী) কলেজের হলরুমে শনিবার (৮ এপ্রিল) দপুুরে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি
(বাকশিস) পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হাসান রাসেল মাহমদু তাপসের
সভাপতিত্বে আলোচনা অনষ্ঠিু ত হয়।

এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, বাকশিস জেলা শাখার সভাপতি অধ্যক্ষ (অব.) একরামলু হক খান, সাধারণ সম্পাদক কাজী আবুরাহেন শফিউল্লা, কোষাধ্যক্ষ আতিকুর রহমান আতিক, বাকশিস সাঘাটা
উপজেলা শাখার সভাপতি উপাধ্যক্ষ মোমিতুল হক নয়ন, অধ্যক্ষ সিদ্দিকুল ইসলাম লিটন, অধ্যক্ষ জাহিদলু ইসলাম, সহকারি অধ্যাপক আতাউর রহমান মন্ডল, আজহারুল ইসলাম রাজা, মমিনলু ইসলাম
কুদ্দসু, শফিকুল ইসলাম সাজু, নারায়ন চন্দ্র সরকার, শফিউল ইসলাম ও শিক্ষক মেহেদী হাসান প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন পর্যায়ের স্কুল-কলেজের শিক্ষকবন্দৃ উপস্থিত ছিলেন। অনুষ্ঠনটির সঞ্চালনায়
ছিলেন বাকশিস পলাশবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক শহিদলু্যাহ কায়সার লাভলু।

বক্তারা বলেন, বে-সরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ও ন্যায় সঙ্গত দাবী বাড়ী ভাড়া, উৎসব ভাতা, চিকিৎসা ভাতা সরকারি চাকুরীজীবিদের ন্যয় অবসর গ্রহণের তিন মাসের মধ্যে অবসর ভাতা ও কল্যাণ ভাতা প্রদান করা। এছাড়াও জাতীয়করণের দাবী আদায়ের লক্ষ্যে আগামী ১০ মে ২০২৩, বুধবার সকাল ১০টায় গাইবান্ধা গানাসাস মার্কেটের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। উক্ত কর্মসুচি সফল করতে বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মচারী দের উপস্থিত থাকার জন্য
বিশেষভাবে অনরোধ জানানো হয়।