বাংলাদেশ কৃষক ফেডারেশন এর অধিভুক্ত সাতক্ষীরা জেলা ভূমিহীন কল্যাণ সংগঠনের পরিচিতি সভা

বাংলাদেশ কৃষক ফেডারেশন এর অধিভুক্ত সাতক্ষীরা জেলা ভূমিহীন কল্যাণ সংগঠনের পরিচিতি সভা, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর দোতলার হলরুমে বাংলাদেশ কৃষক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আব্দুল মান্নান ‘র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে মোবাইল ফোন কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ।

প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, প্রত্যেক ভূমিহীনদের ভূমি তাদের ন্যায্য অধিকার এ অধিকার সংরক্ষণে ভূমি আইন মেনে সকল ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক ডাঃ আবুল কালাম বাবলা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক ফেডারেশন ঢাকা সভাপতি মোঃ বদরুল আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক ও জেলা ভূমির কল্যাণ সংগঠনের প্রধান উপদেষ্টা কামরুজ্জামান রাসেল, বাংলাদেশ কৃষাণী দল সাতক্ষীরা জেলার শাখার সভানেত্রী মোছাঃ হোসনেয়ারা খুকু, কেন্দ্রীয় সদস্য পিনাকি আক্তার প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন আব্দুল মজিদ, বাকিবিল্লাহ, রবিউল ইসলাম, গোলাম মোস্তফা, আমানুল্লাহসহ সকল নেতা কর্মী বৃন্দ।

আলোচনা সভা পরবর্তী জেলা ও সদর উপজেলার সকল নেতাকর্মীর উপস্থিতিতে শহিদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ কৃষক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান।

ক্যাপশন: বাংলাদেশ কৃষক ফেডারেশন এর অধিভুক্ত সাতক্ষীরা জেলা ভূমিহীন কল্যাণ সংগঠনের পরিচিতি সভায় বক্তব্য রাখছেন বিশিষ্ট সমাজসেবক ডাঃ আবুল কালাম বাবলা।