বাংলাদেশ টেলিভিশন আয়োজিত তারুণ্যের উৎসব ২০২৫ ও বহিরাঙ্গণ অনুষ্ঠান

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” প্রকল্পের আওতায় বাংলাদেশ টেলিভিশন আয়োজিত তারুণ্যের উৎসব ২০২৫ ও বহিরাঙ্গণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাঙ্গামাটি ডিসি অফিস সংলগ্ন মুক্তিযোদ্ধা শহীদ এম. আবদুল আলী মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সচিব মাহবুবা ফারজানা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অতিরিক্ত সচিব, ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় যুগ্মসচিব রিয়াসাত আল ওয়াসিফ, বাংলাদেশ টেলিভিশনের জেনারেল ম্যানেজার জনাব নুরুল আজম, শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক জনাব মাহবুবা ফেরদৌস।

বক্তারা বলেন, এই অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য হচ্ছে: শিশু, কিশোর-কিশোরী ও নারীদের সামাজিক ও আচরণগত পরিবর্তনের জন্য বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা এবং সার্বজনীন অধিকার সমুন্নত রাখা।

মাতৃ ও শিশু স্বাস্থ্য সুরক্ষা, শিশুদের প্রতি ইতিবাচক মনোভাব, বাল্যবিবাহ প্রতিরোধ, বৃক্ষরোপণ, শিশুশ্রম বন্ধ, ছেলে ও মেয়েদের শিক্ষা নিশ্চিত করা এবং নারী অধিকার ও ক্ষমতায়ন সহ বিভিন্ন সচেতনতা বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল।