বাংলাদেশ থেকে কোনো হিন্দু অনুপ্রবেশ করেনি : আসামের মুখ্যমন্ত্রী
গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দেশজুড়ে অস্থিতিশীলতায় বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনা ঘটে। এ সময় বাংলাদেশ থেকে হিন্দুরা ভারতে পালিয়ে যাচ্ছেন বলে বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে।
তবে এ সময়ে কোনো হিন্দু ভারতে অনুপ্রবেশ করেননি বলে জানিয়েছেন ভারতের আসামের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা।
শনিবার (২৪ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আসামের মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে অস্থিরতা চলাকালে ভারতে কোনো হিন্দু অনুপ্রবেশ করেননি। এ সময়ে হিন্দুরা দেশেই রয়েছে এবং তারা প্রতিরোধ করেছে।
পিটিআই জানিয়েছে, শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত মাসে একজন হিন্দুও ভারতে প্রবেশের চেষ্টা করেছেন বলে শনাক্ত হয়নি।
তিনি আরও বলেন, গত মাসে ৩৫ জন মুসলিমকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু তারা আসামে নয়— তাদের লক্ষ্য ছিল ব্যাঙ্গালুরু, তামিল নাড়ু, কোয়েম্বাটুরে গিয়ে টেক্সটাইল খাতে কাজ করা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন