বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মিঠাপুকুর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
রংপুরের মিঠাপুকুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন, রংপুর দিনাজপুর অঞ্চল পরিচালক অধ্যাপক আবুল হাসেম বাদল।
শনিবার (৪ জানুয়ারি) সকাল ১০ টার সময় উপজেলা মডেল মসজিদ হলরুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
মিঠাপুকুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবু জাহের মোহাম্মদ নোমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ বেলাল আবেদীন, মিঠাপুকুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা মোঃ আসাদুজ্জামান শিমুল, রংপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক-হারুনুর রশিদ, মিঠাপুকুর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও উপদেষ্টা মাওলানা শফিকুল ইসলাম। অনন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ৬ নং কাফ্রিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন (মাস্টার),৩ নং পায়রাবন্দ ইউনিয়ন পরিষদেরচেয়ারম্যান-ফারুক হোসেন, আব্দুল বাতেন হারুন, হাফিজুর রহমান ফকির প্রমুখ।
দ্বি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের প্রকাশ্য ভোটে ২০২৫-২০২৬ সেশনের জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশনের মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন আবু জাহের মোহাম্মদ নোমান ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান সহ ৩৫ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
এছাড়াও সম্মেলনে মিঠাপুকুর উপজেলা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ১৭ টি ইউনিয়নের সকল সদস্য ও উপজেলা জামায়েত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন