বাংলাদেশ সফরে আসছেন থমাস শ্যানন
বাংলাদেশ সফরে আসছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি থমাস শ্যানন। আগামী ৫ থেকে ৬ নভেম্বর তিনি ঢাকা সফর করবেন। এ সময় তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অংশীদারিত্ব সংলাপে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। এছাড়া দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, রোহিঙ্গা সংকটের মতো আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যু নিয়ে সরকারি-বেসরকারি কর্মকর্তাদের সঙ্গে তিনি কথা বলবেন।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ে অংশীদারিত্ব সংলাপ অনুষ্ঠিত হবে আগামী রবিবার (৫ অক্টোবর)। বাংলাদেশের পক্ষ থেকে এই সংলাপে রোহিঙ্গা ইস্যুটি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রেরও আগ্রহ রয়েছে।
বাংলাদেশের পক্ষে সংলাপে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক। যুক্তরাষ্ট্রের পক্ষে থাকবেন থমাস শ্যানন।
বাংলাদেশ সফর শেষে ৬ নভেম্বর শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর পথে ঢাকা ছাড়বেন। সেখানে তিনি যুক্তরাষ্ট্র ও শ্রীলঙ্কার মধ্যকার অংশীদারিত্ব সংলাপে অংশ নেবেন। এছাড়া দেশটির ঊর্ধ্বতন সরকারি ও বেসরকারি কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি।
২০১২ সাল থেকে প্রতিবছর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অংশীদারিত্ব সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। এই সংলাপে দু’পক্ষের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়াদিসহ সুযোগ ও সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন