বাংলাদেশ সব সময় ফিলিস্তিনের পাশে আছে : প্রধানমন্ত্রী
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/06/a-20210602143413.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ফিলিস্তিনে ইসরায়েলের ঘৃণ্য হামলার পরেও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো চুপ কেন তা জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।একইসঙ্গে বাংলাদেশ সব সময় ফিলিস্তিনিদের পাশে আছে বলেও উল্লেখ করেছেন তিনি।
বুধবার (২ জুন) বাজেট অধিবেশন শুরুর দিন শোক প্রস্তাব পরবর্তী আলোচনায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘ফিলিস্তিনে যে ঘটনা ঘটেছে তা সত্যিই অমানবিক। ছোট শিশুদের কান্না এবং তাদের সেই অসহায়ত্ব, মাতৃপিতৃ হারা হয়ে ঘুরে বেড়ানো সেটা সহ্য করা যায় না।’
‘ইসরায়েল কর্তৃক এভাবে একের পর এক হত্যা… এর আগেও হত্যাযজ্ঞ তারা চালিয়েছে। আমরা আগেও এ হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানিয়েছি। আজকে বিশেষ করে ছোট শিশু যারা আহত হয়, তাদের উপর জুলুম, তারা অত্যাচারিত হয়, তারা মা-বাবা হারায় এটা সত্যিই দুঃখজনক।’
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘যারা অনেক সময় মানবতার কথা বলে তারা এ সময় চুপ থাকে কেন? আন্তর্জাতিক বহু সংস্থা এখন কথা বলে না কেন? এটাই আমার প্রশ্ন।’
তিনি বলেন, ‘আমরা আমাদের ফিলিস্তিনের ভাইদের সাথে সব সময়ই আছি। আমাদের সরকার থেকে যে কোনো সহযোগিতা আমরা অতীতেও করেছি, এটা আমরা অবশ্যই করে যাব। ইসরায়েলের এই ঘৃণ্য আক্রমণের তীব্র নিন্দা আমরা জানাই।’
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন