বাংলাদেশ সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান’কে ফুলের শুভেচ্ছা-অভ্যর্থনা

বাংলাদেশ সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান’কে ময়মনসিংহ জেলায় নির্ধারিত সফরসূচি অনুযায়ী আগমন উপলক্ষে সার্কিট হাউস মাঠে ফুলের শুভেচ্ছা এবং উষ্ণ অভ্যর্থনা জানান ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বিপিএম, পিপিএম।

৩১-শে মে শুক্রবার এ সময় উপস্থিত ছিলেন বিজ্ঞ জেলা ও দায়রা জজ মমতাজ পারভীন,ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি মো: শাহ আবিদ হোসেন, বিপিএম (বার),পিপিএম, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীসহ জেলা পুলিশ,জেলা প্রশাসন এবং জেলা ও দায়রা জজ আদালতের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান কে জেলা পুলিশের একটি সুজজ্জিত চৌকস দল গার্ড অনার প্রদান করে।অপরদিকে সন্ধ্যা ৭:১৫ ঘটিকায় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সার্কিট হাউজের সম্মেলন কক্ষে ময়মনসিংহ জেলার বিচার বিভাগীয় কর্মকর্তাগণের উদ্দেশ্যে অভিভাষণ প্রদান করেন।