বাকৃবি রোভার স্কাউটের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত
নুরজাহান স্মৃতি, বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রোভার স্কাউট গ্রæপের বার্ষিক তাঁবুবাস, দীক্ষা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়। বাকৃবি রোভার স্কাউট গ্রæপ শনিবার সন্ধ্যা ৭ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের সম্মেলন কক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করে।
বাকৃবি রোভার স্কাউটের সভাপতি অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর, বিশেষ অতিথি হিসেবে প্রক্টর অধ্যাপক ড. আতিকুর রহমান খোকন ও বাকৃবি স্কাউটার্স কাউন্সিলের সভাপতি মো. রাকিব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন ।
ড. মো. আলী আকবর বলেন, রোভার স্কাউট গ্রæপ যেকোনো দুর্যোগে নিঃস্বার্থভাবে সেবা দিয়ে থাকে। সেবা দিতে বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হলেও তারা সেখান থেকে পিছিয়ে পড়ে না। আমি আশাবাদ ব্যক্ত করি, ভবিষ্যতেও যেকোনো প্রতিকূলতাকে মোকাবেলা করে এই রোভার স্কাউট দেশের সেবায় নিজেদের আরো এগিয়ে নিয়ে যাবে। পরে বিগত বছরে সফলতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য সিনিয়র রোভারমেটদের হাতে ক্রেস্ট তুলে দেয়া হয় এবং নতুন কমিটি ঘোষণা করা হয়।
এসময় বাকৃবি রোভার স্কাউট গ্রæপের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন