বাগেরহাটের কান্দাপাড়ায় ভূমিহীন আন্দোলনের কর্মী সভা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/09/Vumihin-news-Pic-483x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বাগেরহাটের কান্দাপাড়ায় ভূমিহীন আন্দোলনের এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টায় ভূমিহীন নেতা শাহিনুরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুস সাত্তার।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন। বক্তব্য রাখেন ভূমিহীন নেত্রী রিতা বেগম, হেনায়ারা, রাশেদা ও নাসরিন প্রমূখ। বক্তারা বলেন, বাজারে আগুন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম উর্দ্ধমুখী।
সাধারণ হতদরিদ্র ভূমিহীন পরিবারের সদস্যদের পাশাপাশি সাধারণ নাগরিকরাও দিশেহারা হয়ে পড়েছে। অবিলম্বে তাদের জীবন বাঁচানোর তাগিদে সমাজের বিত্তবানদের সহযোগিতার পাশাপাশি সরকারি উদ্যোগে রেশনিং ব্যবস্থা চালুর আহবান জানান।
বক্তারা আরও বলেন, বন্যাদূর্গত এলাকার সর্বস্তরের নাগরিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণের দাবি এবং সকল ধরণের লুটপাট অনিয়ম বন্ধের পাশাপাশি সমাজে সুশাসন প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রের নাগরিকদের এগিয়ে আসতে দৃষ্টি আকর্ষণ করেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন