বাগেরহাটের রাজৈর মৎস্য আডৎদার সমবায় সমিতির নির্বাচন সরোয়ার সভাপতি-মজিবর সম্পাদক নির্বাচিত

বাগেরহাটের শরণখোলার রাজৈর মৎস্য আড়ৎদার ও ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে মো. সরোয়ার হোসেন হাওলাদার সভাপতি ও মজিবর রহমান তালুকদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

রাজৈর মৎস্য আড়ৎদার ও ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির কার্যালয়ে বিদায়ী কমিটির আহবায়ক ইব্রাহীম মোল্লার সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সকল আড়ৎদার ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। পরে আলোচনার ভিত্তিতে সভপাতি ও সাধারণ সম্পাদকসহ ১০ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেন নির্বাচন কমিশনার ও সমিতির উপদেষ্টা অধ্যাপক সাব্বির আহমেদ মুক্তা।

নব নির্বাচিত কিমিটি মৎস্য সম্পদ উন্নয়ন, আড়ৎদার, ব্যবসায়ী, সাধারণ জেলে ও শ্রমিকদের অধিকার আদায়ে কাজ করার অঙ্গীকার করেন।